পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের পৃথক দু’টি সীমান্ত এলাকা থেকে ছয়টি গরু এবং বিভিন্ন ধরণের মালামাল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল পৃথক দু’টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বিকেলে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাগুরমারী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সীমান্ত পিলার ৭৪২/১৭-এস এর অভ্যন্তরে বাংলাদেশের জোতহাসনা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় ছয়টি গরু মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। যার সিজারমূল্য প্রায় চার লাখ ২৫ হাজার টাকা।
এদিকে একই ব্যাটালিয়নের অধীন শিংরোড বিওপির টহল দল শনিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত পিলার ৭৬৭/২-এস এর অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় সাফেক্স নাগ ৫০০ মি.মি., রিভা ২.৫-৫০০ মি.মি. দুই প্যাকেট জিরা গোল্ড, পাঁচ প্যাকেট চেরিফল, আট কেজি কমলা, ছয় কেজি পিঁয়াজ এবং একটি পুরাতন বাই-সাইকেল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১৪ হাজার ৬১০ টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















