Saturday , 17 January 2026 | [bangla_date]

পঞ্চগড় ১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের নীরবতা

তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিক বরাদ্দের আগেই আচরনবিধি না মেনে প্রচারনার অভিযোগ উঠেছে পঞ্চগড়-১ অসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরূদ্ধে। প্রতিদিনই ফেসবুকে ভোট প্রার্থনার ভিডিও প্রচার এবং দলীয় নেতকর্মীদের সাথে নিয়ে সংসদীয় এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সারজিস।
প্রায় ছয়টি ফেসবুক আইডি থেকে বিনা বাধায় প্রচারনা করছেন। এতে করে নির্বাচনে প্রভাব বিস্তারের পাশাপাশি আচরনবিধি লংঘন করছেন বলে প্রতিদ্বন্দী প্রার্থী সমর্থকদের অভিযোগ। দেখা গেছে প্রতিদিন সকালে তার ব্যবহৃত মাইক্রোবাস সহ এনসিপির নেতাদের নিয়ে মিটিং পথসভা এবং গ্রামে লোকজন জড়ো করে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে প্রচারনার ভিডিও করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। আচরণবিধি লঙ্গের ব্যাপারে বিভিন্ন পত্রিকার অনলাইন পোর্টালে একাধিক সংবাদ প্রকাশ পেয়েছে।তবে প্রশাসনিকভাবে কোন রূপ তৎপরতা লক্ষ্য করা যায়নি। নির্বাচনী আইনে প্রতিক বরাদ্দের আগে পথসভা করার কোন নিয়ম না থাকলেও তিনি পথসভা সহ নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী বিধি অনুযায়ী ২২জানুয়ারি ২০২৬ এর আগে যেকোনো ধরনের প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু পঞ্চগড়-১ আসনে ১১দলের প্রার্থী সারজিস আলম আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, তফসিল ঘোষণার পরও তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছেন। তাদের ভাষায়, সারজিস আলম নিষিদ্ধ সময়সীমাকে পাত্তা দিচ্ছেন না এবং আচরণবিধির ৪ নম্বর বিধানও অমান্য করছেন। নির্বাচনী মাঠে মানুষের অধিকার ও ভোটের স্বচ্ছতা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা নীরব থাকার কারণে প্রশ্ন উঠেছে এই নির্বাচনের আচরণবিধি কতটুকু নিশ্চিত হচ্ছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনজুরুল হাসান জানান, আসলে প্রতিক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারনা সহ দলবেঁধে ভোট প্রার্থনা এবং পথসভা মিছিল মিটিংয়ের সুযোগ নেই. ইহা স্পস্ট আচরনবিধি লংঘন তবে কোন প্রার্থী কিংবা প্রার্থীর সমর্থক এখন পর্যন্ত আচরনবিধি লংঘন বিষয়ে কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার, অভিযুক্ত ‘ক্ষমা চাইলেন’

বীরগঞ্জে নৌকা মার্কার মেয়র প্রার্থী’র নির্বাচনীয় পথসভা

দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ জাত-পাতের ভেদাভেদ ভুলে মায়ের স্মরণে এলে সকল পাপ মোচন হয় এবং দুর্গতি নাশ হয়

কাহারোলে নতুন ইউএনও’র যোগদান

কাহারোলে উপজেলা শিক্ষা অফিসারের অপসারনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

আটোয়ারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

পীরগঞ্জে নির্বাচনী সহিসংতায় ১৪৬৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে ও ইসলামী ব্যাংকের আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা বন্ধের দাবিতে স্বারকলিপি