আব্দুর রহমান, বোদা (পঞ্চগড়): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ১১ প্রার্থীর মধ্যে ৪ জনেরই স্থায়ী ঠিকানা বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাকোয়া ইউনিয়নের প্রার্থীরা হলেন: বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সফিউল আলম (সফিউল্লাহ্ সুফী), সাবেক এমপি মোজাহার হোসেনের পুত্র স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন, কমিউনিস্ট পার্টি মনোনীত মোঃ আশরাফুল আলম, জাতীয় পার্টির মোঃ লুৎফর রহমান রিপন। এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ (বিএনপি), মোঃ এমরান আল আমিন (বাংলাদেশ জাসদ), মোঃ কামরুল হাসান প্রধান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ দেলোয়ার হোসেন (বাংলাদেশ সুপ্রীম পার্টি), মো: রেজাউল ইসলাম (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) এবং রহিমুল ইসলাম বলবুল (স্বতন্ত্র)। এদিকে জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধান মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

















