দিনাজপুরে পল্লীশ্রী’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মরহুমা তৈয়বা মজুমদার এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুমা বেগম খুরশীদ জাহান হক -এর মমতাময়ী মা এবং পল্লীশ্রী’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মরহুমা তৈয়বা মজুমদার এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১৮ জানুয়ারি ২০২৬ রোববার বিকেল ৫ টায় পল্লীশ্রী -এর আয়োজনে কার্যালয়ের হলরুমে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, পল্লীশ্রী’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মরহুমা তৈয়বা মজুমদার ১৮ জানুয়ারি ২০০৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে পল্লীশ্রী -এর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন এনজিও সদস্য, সংস্কৃতি সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যক্তি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য বালুবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন।

















