দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শোকাবহ ৬ই জানুয়ারি বা মহারাজা স্কুল ট্র্যাজেডি দিবস। ১৯৭২ সালের এই দিনে মহারাজা স্কুল প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা ট্রাঞ্জিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনায় অর্ধ সহস্র মুক্তিযোদ্ধার অকাল মৃত্যু ঘটেছিল। দিনটি স্মরণে ৬ই জানুয়ারি স্মৃতি পরিষদ মঙ্গলবার দিনাজপুরের চেহেলগাজী মাজার প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে এবং মহারাজা স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ৬ই জানুয়ারি স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু ও সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পনের সময় উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহŸায়ক আজহারুল আজাদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শিক্ষক নেতা শফিকুল ইসলাম, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, জেলা উদীচী সভাপতি প্রফেসর জলিল আহমেদ, নাট্যকর্মী ও আমাদের থিয়েটার এর সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, জেলা কমিটির সম্পাদক আখতার আজিজ, বাসদ এর জেলা সমন্বয়ক কিবরিয়া হোসেন ও সারোয়ারুল ইসলাম ক্লিপটন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এডভোকেট মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক অমৃত রায়, সাম্যবাদী দল নেতা মোঃ মনিরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক আসাদুল্লাহ সরকার, বিশিষ্ট কবি ওয়াসিম আহমেদ শান্ত, গবেষক তুষার শুভ্র বসাক, সাংবাদিক মিজানুর রহমান ডোফুরা, প্রমুখ। চেহেলগাজী মাদার প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা অর্পণকালে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মহারাজা স্কুল প্রাঙ্গণ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৬ই জানুয়ারি স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু। বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, প্রতিষ্ঠাতা আহŸায়ক আজহারুল আজাদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ আহমেদ, এলাকাবাসী মোক্তাদির আলী খান টুলটুল প্রমুখ। সভাপতির বক্তব্যে সফিকুল হক ছুটু বলেন, আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে! কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজ অনেকেই করে মিলে খেতে পারছেন।
সুলতান কামাল উদ্দিন বাচ্চু বলেন, মুক্তিযুদ্ধ কোন দলের মতের নয়। কারো বাপ-দাদার সম্পদ নয়। মুক্তিযুদ্ধ জনগণের সম্পদ, জনগণই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। যারাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেবেন তাদেরকেই প্রতিরোধ করা হবে।
আজহারুল আজাদ জুয়েল বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কোন আপোস করা হবে না। মুক্তিযুদ্ধ ছিল জন যুদ্ধ। জনগণ মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধ হল জনগনের সম্পদ। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন চক্রান্তই সফল হবে না।
বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন তার বক্তব্যে ৬ জানুয়ারি ধ্বংসপ্রাপ্ত মহারাজা স্কুলের ভবন আগের মডেলে নতুন ভাবে তৈরি করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানান। অন্যান্য বক্তাগণ মহারাজা স্কুল ট্র্যাজেডির ঘটনা পাঠ্য পুস্তকে তুলে ধরার দাবি জানান।
বাদ আসর মহারাজা স্কুল প্রাঙ্গণ মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায করা হয় এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মৃতি পরিষদ ছাড়া দিনাজপুর জেলা প্রশাসন, মহারাজা স্কুল, বাসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
















