Monday , 12 January 2026 | [bangla_date]

পীরগঞ্জে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তীব্র শীতের মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে উপজেলার পৌরশহর শান্তিবাগ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১১জানুয়ারি) সকালে পীরগঞ্জ পৌর শহর শান্তিবাগ মাঠে শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এতে নারী, শিশু ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুন রায়, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের রুবেল,কুরবান,রাসেল,মিরাজ,মেহেদি সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে শীতার্ত মানুষরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এমন মানবিক উদ্যোগ নিয়মিত চালু রাখার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও