পীরগঞ্জ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান, জাতীয় পার্টির এমপি প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিম কামাল উদ্দিন, জাবরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, সাবেক প্রধান শিক্ষক সোলেমান আলী জাতীয়,, এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ মানসিকতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে উঠবে।


















