ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি॥দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্ত।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাঁধন কুমার দাস, সুলতানা রাজিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুন হুদা চৌধুরী লিমন, পৌর যুবদলের সদস্য সচিব মানিরক মন্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি ও শ্রমিক নেতা হামিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
আলোচনাসভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনন্য আমন্ত্রিত অতিথিগণ। শেষে সেখানে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেধে মনমুগ্ধকর নৃত্য প্রদর্শন করেন। এর আগে গত ২৬ জানুয়ারী বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
















