ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি॥দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিক (৫৯) ইন্তেকাল করিয়াছেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে শ^াসকষ্ট জনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় দিনাজপুর চেকাপ হসপিটালে ইন্তেকাল করেন। গত জানুয়ারী থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
বুধবার (২৮জানুয়ারী) বাদজোহর যানাজা নামাজ শেষে দিনাজপুর কালিতলা কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, তিনি হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত ২০২৩ সানে ফুলবাড়ীতে যোগদান করেছিলেন। প্রায় ৩ বছর ফুলবাড়ীতে দায়ীত্ব পালন করেন এবং চলতি সনের গত ৪ জানুয়ারি চাকুরি থেকে অবসরে গিয়েছিলেন।















