বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় আঁশ, বীজ ফসলের উন্নতজাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর নসিপুর পাটবীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গিস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ মাহফুজ বাজ্জাজ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান পাটের অর্থনৈতিক গুরুত্ব, বহুমুখী ব্যবহার ও ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। তিনি পাটচাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ হওয়ার আহŸান জানান এবং মানসম্মত পাটবীজ উৎপাদনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সোনালি আঁশের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সোনালী সোনা ও তোষা পাট চাষে কৃষকদের আগ্রহী হওয়ার আহŸান জানান।
সভায় পাটচাষ ও বীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন


















