Wednesday , 14 January 2026 | [bangla_date]

বিরামপুরে ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১৪ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বিরামপুর পৌর শহরের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরামপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। অভিযানে সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ, বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং র‌্যাব-১৩, দিনাজপুরের সদস্যরা।
অভিযানে এমডিডি, এমডিবি, এমকেএম ও এসএ নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে এমডিডি ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এমডিবি ইটভাটাকে ৫ লক্ষ টাকা, এমকেএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা এবং এসএ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন বলেন,“আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় স্থাপিত ইটভাটাগুলো অবৈধ। অভিযানকালে দেখা যায়, চারটি ইটভাটার কোনোটিরই জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স নেই। এছাড়া কাঁচামাটি সংগ্রহের ক্ষেত্রেও কোনো বৈধ অনুমতি নেই। কৃষিজমির টপ সয়েল কিংবা পাহাড় কেটে মাটি আনা হচ্ছে কি না, তারও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মালিকপক্ষ।”
তিনি আরও বলেন, “এগুলো নিষিদ্ধ এলাকায় স্থাপিত। কারণ এক কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও হাসপাতাল রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।”
অভিযান চলাকালে চারটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট করা হয় এবং মজুতকৃত কাঁচা ইট ভেঙে ফেলা হয়।পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১১৯টি মন্ডপে সরকারী অনুদান বিতরণ

ইএসডিও’র নির্বাহী পরিচালক জামানের পিতার ইন্তেকাল !

চলমান কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

দিনাজপুরে উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় সভা

করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও বীরগঞ্জে জনসচেতনতা বাড়ছে না

কান্তজীউ মন্দির প্রাঙ্গনে আয়োজিত সম্বর্ধনা সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি যেকোন ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মীয় উৎসবে কোন প্রকার বিশৃংখলা কোনভাবেই বরদাস্ত করা হবে না

সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

রুহিয়ায় ভাতের হাড়ির ফুটন্ত মার ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের কারাদন্ডাদেশ