Thursday , 1 January 2026 | [bangla_date]

বীরগঞ্জে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : মৎস্য উৎপাদন বৃদ্ধি, সরকারি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা মাছ অবমুক্ত করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি জলাশয়গুলোকে কার্যকর ও উৎপাদনমুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন,“সরকারি পুকুর ও জলাশয়গুলো নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনলে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব হবে।”

তিনি আরও বলেন, সরকারি জলাশয় রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে এবং এসব জলাশয় যেন অবৈধ দখল বা অপব্যবহারের শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

পোনা মাছ অবমুক্তকরণ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী। তিনি জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে পোনা মাছ অবমুক্ত ও পরিচর্যা করা হলে স্বল্প সময়ের মধ্যেই ভালো ফলন পাওয়া সম্ভব। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন সরকারি জলাশয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক মো: শাহাজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, সমাজের উন্নয়নে দিনাজপুর জিলা স্কুল এক্স স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু

মাদক নয়, খেলাধূলাকে আপন করতে হবে যুবকদের -গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পেট্রোল-ডিজেল সংকট

বীরগঞ্জে দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

অলংকার সৌখিন নারীদের পছন্দের হিরার অলংকার নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড ৪ দিনের মেলা নিয়ে দিনাজপুর চেম্বারে অগনিত মহিলাদের স্বপ্ন পূরণ করছে

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

দিনাজপুর সদরের চেহেলগাজি ইউপি র্নিবাচনে অবাধ সুষ্ঠ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দাবীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে আমন ধান রোপনে ব্যস্ত কৃষক

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে “ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে