Sunday , 11 January 2026 | [bangla_date]

বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা নিয়ে ভোটের গাড়ি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ পৌর শহরের বিজয়ের চত্বর প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণা দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সেই সময়ের ইতিহাস ও ত্যাগের কথা তুলে ধরা হয়।
এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
এসব প্রদর্শনী দেখতে উপজেলা কমপ্লে· এলাকায় স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন বলেন, ভোট একটি সাংবিধানিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। সরকারি এই ভোটের গাড়ি প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও নাগরিকদের কাছে নির্বাচনসংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার এবং বীরগঞ্জ থানার তদন্ত অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন।
এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ এ সময় উপস্থিত ছিলেন। ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এবং ভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

পীরগঞ্জে জিংক ধানের স¤প্রসারণে বিষয়ে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও বস্ত্র বিতরণ

বীরগঞ্জ মহুগাঁও বারুণী স্নানে হাজারো নারী-পুরুষ সমাগম

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক সাইফুল

পীরগঞ্জে খাস জমি উদ্ধার ও অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মাঝে বরাদ্দের মানববন্ধন

বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

রামনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান