Sunday , 18 January 2026 | [bangla_date]

বীরগঞ্জে দানিউল হত্যা রহস্য উদঘাটন স্ত্রী ও প্রেমিকের ষড়যন্ত্রে ১০ লাখ টাকায় খুন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ থানার আলোচিত ও চাঞ্চল্যকর ক্লুলেস আলহাজ্ব দানিউল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে দিনাজপুর জেলা পুলিশ। দীর্ঘ তদন্ত ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন এবং বীরগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার-এর সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বীরগঞ্জ থানাা
মামলা তদন্তকারী অফিসার মো. জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশ যৌথভাবে মামলাটির তদন্ত পরিচালনা করে। তদন্তকালে প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন কয়েকজনের অবস্থান খুলনা ও বাগেরহাট জেলায় শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি-২০২৬ইং তারিখে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সে সময় অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব না হলেও অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশা-র ভাড়া বাসা থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে অনুসন্ধানে জানা যায়, তিনি একজন দুর্ধর্ষ অপরাধী।
পরবর্তীতে গত ১৬ জানুয়ারি ২০২৬ ইং. তারিখে বীরগঞ্জ থানার মামলা নং-১২ (তারিখ: ১৩ ডিসেম্বর২০২৫ ইং ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলা পুলিশের একটি সমন্বিত চৌকস দল র‌্যাব-০৬, খুলনা-এর সহযোগিতায় খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত মোঃ আবু বক্কর ওরফে বাদশা (২৬)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবু বক্কর ওরফে বাদশার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার আরেক আসামি মোঃ শাহ আলম কল্লোল (৫৬)-কে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শাহ আলম কল্লোলের দেওয়া তথ্য অনুযায়ী মামলার অপর আসামি ভিকটিম মৃত দানিউল ইসলাম-এর স্ত্রী মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১)-কে বীরগঞ্জ উপজেলার আরাজি চৌপুকুরিয়া গ্রামের বাবার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্ত শাহ আলম কল্লোল ও মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি পরস্পর যোগসাজশে ১০ লাখ টাকার বিনিময়ে পেশাদার খুনি ভাড়া করেন। তারা আবু বক্কর ওরফে বাদশার মাধ্যমে ভাড়াটে খুনি চক্রকে ব্যবহার করে দানিউল ইসলামকে হত্যার পরিকল্পনা করেন।
গত ৩ ডিসেম্বর ২০২৫ইং থেকে বীরগঞ্জ থানাধীন আরাজি চৌপুকুরিয়া গ্রামে জিন্দাপীর মেলা চলাকালে বিপুল লোকসমাগম থাকায় সেটিকেই হত্যার জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নেয় অভিযুক্তরা। হত্যাকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে অভিযুক্ত পপি স্বামী: দানিউল ইসলামের বাসায় প্রবেশের কৌশল সংক্রান্ত একটি শর্ট ভিডিও তৈরি করে শাহ আলম কল্লোলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান।
পরবর্তীতে আবু বক্কর ওরফে বাদশা তার সহযোগী পেশাদার খুনি বাহিনী নিয়ে দিনাজপুর সদরের বালুবাড়ীতে শাহ আলম কল্লোলের সঙ্গে সাক্ষাৎ করে দানিউল ইসলামের বাসার চাবি সংগ্রহ করেন। পরিকল্পনা অনুযায়ী ১৩ ডিসেম্বর ২০২৫ইং ভোররাতে দানিউল ইসলামের বাসায় প্রবেশ করে তার গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ শাহ আলম কল্লোল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, নিহত দানিউল ইসলাম পেশায় একজন স্বচ্ছল কৃষক ছিলেন। গত ১৩ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়, ঘটনাটি পরের দিন সকালে কাজের লোক বীরগঞ্জ উপজেলার আরাজি চৌপুকুরিয়া গ্রামে তার নিজ শয়নকক্ষের বিছানায় গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশার দেওয়া তথ্য অনুযায়ী নিহতের বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি পুকুর থেকে হত্যাকাণ্ডের সময় ফেলে দেওয়া দানিউল ইসলামের ঘরের তালাচাবি উদ্ধার করা হয়েছে।
পুলিশের তদন্তে জানা যায়, ২০১৩ সালে মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি ও মোঃ শাহ আলম কল্লোলের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের কিছুদিন পরই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে দীর্ঘ সময় ধরে চলমান ছিল। তদন্তে উঠে এসেছে, এই সম্পর্কের ধারাবাহিকতাতেই তারা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন।
পুলিশ জানায়, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। তদন্ত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
এ বিষয়ে গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, মামলা তদন্তকারী অফিসার মো. জাহাঙ্গীর বাদশা রনিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দানিউল হত্যা রহস্য উদঘাটন স্ত্রী ও প্রেমিকের ষড়যন্ত্রে ১০ লাখ টাকায় খুন

দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল, শনাক্ত ১৬ হাজারের বেশি।২৪ ঘণ্টায় মৃত্যু২৩৭ জন

পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হরিপুরে দুর্বৃত্তের হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা নামাজ আদায়

উত্তরাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় ফুল শাপলা

পীরগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যা, ছেলে হাসপাতালে, স্বামী গ্রেফতার

রাণীশংকৈলে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল