Friday , 9 January 2026 | [bangla_date]

বীরগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। প্রথমে কয়েক বস্তার মধ্য দিয়ে শুরু করলেও দিন দিন বস্তার পরিমাণ বাড়ানো হচ্ছে। বাড়ির আঙিনা কিংবা আশপাশের পতিত জমি অথবা জমির একপাশে বস্তায় এই আদা চাষ করছেন। কেউ কেউ আবার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও আদা চাষের পরিকল্পনা করছেন উদ্যোক্তারা।
বস্তায় আদা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা আসাদুজ্জামান রতন। স্বল্প জায়গায় স্বল্প খরচে বেশি লাভের লক্ষ্য নিয়ে তার এই উদ্যোগ এখন এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকার বাসিন্দা রতন। পুকুরপাড়ের বহুদিনের পতিত জমিতে প্রথমবারের মতো তিনি এক হাজার বস্তায় আদা চাষ করেছেন। ইউটিউব, অনলাইন ভিডিও ও কৃষি জার্নাল দেখে অনুপ্রাণিত হয়েই তাঁর এ উদ্যোগ।

রতন বলেন, ‘পুকুরের ধারে জায়গাটা বেশিরভাগ সময় খালি পড়ে থাকত। তাই ভাবলাম এটা কাজে লাগানো যায় কিনা। কৃষি অফিসের পরামর্শ নিয়ে বস্তায় ঝুরঝুরে মাটি, গোবর, ছাই আর ভার্মিকম্পোস্ট মিশিয়ে আদা রোপণ করি।’

তিনি বলেন, ‘প্রতিটি বস্তায় প্রায় ৫০ গ্রাম করে আদার বীজ কন্দ বসানো হয়েছে। যত্নের সঙ্গে বাগানটি এখন সবুজে ভরে উঠেছে।’

তার হিসাব অনুযায়ী, প্রাথমিক খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। সঠিক ফলন পেলে তিন থেকে চারগুণ লাভের আশা করছেন তিনি।

নিজপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ‘বস্তায় আদা চাষ জলবায়ু-সহনশীল প্রযুক্তি। এতে মাটিবাহিত রোগ ও অতিবৃষ্টির ঝুঁকি কম থাকে। প্রয়োজনে বস্তা সরিয়েও নেওয়া যায়।’

এ ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, ‘রতনের মতো উদ্যোগী তরুণরা কৃষিতে নতুন পথ দেখাচ্ছেন। এতে কৃষকেরা নতুনভাবে উৎসাহ পাচ্ছেন, বিশেষত যুবসমাজ।’

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘এ ধরনের উদ্ভাবনী চাষাবাদ টেকসই কৃষির ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ, উঠান ও পতিত জমিতে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। রতনের সাফল্য দেখিয়ে দিয়েছে-গ্রামীণ কৃষি প্রযুক্তিতে সৃজনশীলতা যোগ হলে পতিত জমিও হতে পারে সবুজ সম্ভাবনার ক্ষেত্র।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কাল।। যে সময় বাংলাদেশ থেকে দেখা যাবে

জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে বর্ণ চূড়ায় পরিণত হয়েছে আওয়ামীলীগ সরকার-মির্জা ফখরুল

নিজপাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় প্রস্ততিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস দোকানে

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তেক্ত করার অভিযোগে যুবককে ৫ দিন কারাদন্ড

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তেক্ত করার অভিযোগে যুবককে ৫ দিন কারাদন্ড

বিভিন্ন দাবিতে বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন

রাণীশংকৈলে বছর না যেতেই বিদ্যালয়ের নতুন ভবনে ফাটল !

রাণীশংকলৈে জর্রাজীণ র্কালভাট,ঝুকি নয়িে পারাপার

পঞ্চগড়ের সীমান্ত থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল