বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ গাড়ির সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে
মোহাম্মদ আজিজুল হক( ৫৫) নামে একজন নিহত এবং নারীপুরুষসহ আহত ৫জন।
এঘটনায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হিরা মনি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মো: শাওন (২২), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মোঃ রাকিব (২৮) চাপাপড়া গ্রামের নিন্দু মোহাম্মদের ছেলে
মোঃ আলহাজ্ব (২৭), হীরা মনি গ্রামের ওবায়দুল ইসলামের স্ত্রী
মোছা: নূর নাহার (৪০) ও হাবিবুর রহমানের স্ত্রী মোছা: মর্জিনা বেগম। (৪৫) গুজরত আহত হয়েছে । তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা দেড়টার দিকে বীরগঞ্জ -গোলাপগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি ব্রাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আজিজুল হক উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ি জঙ্গলপাড়া গ্রামের মৃত দেবারু মাহমুদের ছেলে।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী একটি ব্যাটারী চালিত ইজিবাইক বীরগঞ্জ -উত্তর গড়েয়া আঞ্চলিক সড়কের কৈকুড়ি ব্রাক অফিস সংলগ্ন এলাকার সড়কে উঠে। এসময় বীরগঞ্জ থেকে ছেড়ে আসা গোলাপগঞ্জ গামী গরুবাহী (রংপুর -ন-১০-০২৭১) নম্বরের একটি পিক-আপ ইজিবাকটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী আজিজুল হক সহ ৬ জন গুরুতর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হক কে মৃত ঘোষণা করেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাচঁজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
















