বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
শিক্ষার্থী-অভিভাবক ও সহকর্মীদের ভালোবাসায় দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন আবেগে আপ্লুত হয়ে থেকে অবসর নিলেন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাস। বিদায় সংবর্ধনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে পড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি), শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার সরকার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো হুমায়ুন কবীর তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীদাম চন্দ্র দাস কেবল একজন শিক্ষক নন তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের পথপ্রদর্শক ও বিদ্যালয়ের অগ্রযাত্রার মূল প্রেরণা। তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছে।
দীর্ঘ ৩৫ বছর ৮ মাস ৫ দিন শিক্ষাকতা শেষে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) তিনি সরকারি দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।
তাঁর দায়িত্বে নেতৃত্বে ২০০৯ সালে গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে ফলাফলের ভিত্তিতে ১৯তম স্থান অর্জন করে এবং সে বছর বিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়—যা আজও এলাকাবাসীর জন্য গর্বের স্মারক। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বাীকৃতি স্বরূপ ২০১১ সালে তিনি মালয়েশিয়ায় শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।
শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক এবং উপজেলা পর্যায়ে জেলা শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। স্কাউটিং সম্প্রসারণে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি স্কাউটিংয়ে উডব্যাজ অর্জন করেন এবং কাব স্কাউট আন্দোলন বিস্তারে জাতীয়, জেলা, উপজেলা ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। বিদায়ী বক্তব্যে শ্রীদাম চন্দ্র দাস সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা হতে আগত শিক্ষক কর্মকতাগনসহ স্থানীয়রা।

















