বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসননের সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা নিবেদিতা দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত পবিত্র রায়, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি, ম্যানেজার রবার্ট কমল সরকার, বাপ্পি জয় ধর, প্রোগ্রাম অফিসার, ডরিস হাসদা, প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি, ক্রেরাইয়া
প্রোগ্রাম সাধন দাস সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি, ম্যানেজার রবার্ট কমল সরকার, আলোচনায় বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, অংশীদারিত্ব এবং রোডম্যাপ উপস্থাপন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনবলেন, “শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।”
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নিয়মিত মনিটরিং, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় ও পরিবারভিত্তিক কার্যক্রম জোরদার এবং আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।


















