মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জে নগদ এক লক্ষ টাকা, দুই কণ্যা সন্তানসহ প্রায় কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সেতাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে মালিপাড়া গ্রামের বসবাসকারী মৃত মহির উদ্দীন খাঁ এর পুত্র মোঃ আব্দুল মজিদ খাঁন।
২৮ জানুয়ারী বুধবার সেতাবগঞ্জ প্রেসক্লাবে লিখিত বক্তব্যে মজিদ খাঁন বলেন, গত ২০১৮ সালে আশা আক্তারের সাথে মজিদ খাঁন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রায় ৫বছর শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করেছে। পাঁচ বছর পর আমার শ^শুর লাইছুর রহমান ও শ^াশুরী লিপি আক্তার এর ক-ু পরামর্শে আমার স্ত্রী আশা আক্তারের সাথে আমার মনোমালিন্য শুরু হয়। এই মনোমালিন্যকে কেন্দ্র করে মজিদ খাঁন তার স্ত্রী, আশা আক্তার, শ^শুর লাইছুর রহমান ও শাশুরী লিপি আক্তারের বিরুদ্ধে বোচাগঞ্জ ও দিনাজপুর কতোয়ালি থানা সহ আদালতে বেশ কিছু মামলা দায়ের করেন।
মজিদ খাঁন তাদের বিরুদ্ধে মামলা করার কারনে স্ত্রী আশা আক্তার ক্ষিপ্ত হয়ে গত ১৭ জানুয়ারী ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় মজিদ খান এর ধনতলা মাষ্টার পাড়ার ভাড়া বাড়ী থেকে নগদ এক লক্ষা টাকা, দুই শিশু কন্যা সন্তান জান্নাতি ও মিম আক্তার সহ প্রায় কোটি টাকার সম্পদের ফাইল নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ঐ দিন রাতেই মজিদ খাঁন বোচাগঞ্জ থানায় একটি নিখোঁজ ডাইরী ও ২১জানুয়ারী ডকুমেন্ট হারানো ডায়রী দায়ের করেন। যার নং-৮১৭ ও ১০১৫। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দায়ের করা জিডি বিষয়ে তদন্তকালে বোচাগঞ্জ থানার এএসআই শামীম ও কন্সটেবল মসলিম এর উপস্থিতিতে আমার শ^শুর লাইছুর রহমান ও শ^াশুরী লিপি আক্তার বলেন, আমার মেয়ে বলেছে সকল মামলা তুলে নিলে জরুরী ফাইল ও কন্যা সন্তানদের ফেরত দিবে। অন্যথায় কিছুই দেবে না, তার কি করার আছে করুক। এদিকে মজিদ খান, দুই কণ্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। মজিদ খাঁন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুই কণ্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের ফাইল উদ্ধারে প্রশাসনের সার্বিক সহযোগিতার পাশাপাশি অভিযুক্ত আশা আক্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে।

















