Thursday , 29 January 2026 | [bangla_date]

বোচাগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ কালু —– আমি জনগণের মনোনীত প্রার্থী! জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর ২- (বিরল বোচাগঞ্জ) আসনের মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিরল উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান, একাধিকবার কারা নির্যাতিন গণমানুষে নেতা আ.ন.ম বজলুর রশিদ কালু ২৯জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর, বাসুদেবপুর, চিন্তামনি বাজার, পাবর্তীপুর ও মোবারকপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। এসময় তিনি বলেছেন, আমি গ্রাম থেকে থেকে গ্রামাঞ্চলে ব্যাপক গণ সংযোগ করে মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। জনগণ আমার পক্ষে ব্যাপক সাড়া দেয়ার পাশাপাশি আমাকে আর্থিক ভাবেও সহযোগিতা করছে। আমি জনগণের মনোনীত একজন প্রার্থী। ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ আমার সাথে রয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। গণ সংযোগকালে কোন রাজনৈতিক দল অন্য কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি তৃণমুল থেকে শুরু করে শহর পয়ন্ত গণ সংযোগ চালাচ্ছি , এখন পর্যন্ত কেউ আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। তবে কতিপয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার কর্মীদের বাসায় গিয়ে নির্বাচনের পর মামলা দিয়ে জেল হাজত খাটাবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি বাপেরও ভাই, বেটারও ভাই, ভাইয়ের ভাই, ভাবীরও ভাই। আমি হলাম কালু ভাই। সেই হিসেবে সবাই আমাকে গ্রহণ করছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও