Thursday , 22 January 2026 | [bangla_date]

বোচাগঞ্জে রহিমা খাতুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার ও প্রতিষ্ঠানের সভাপতি সহ ৪জনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নে অবস্থিত রহিমা খাতুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে ২২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সেতাবগঞ্জ প্রেস ক্লাবে উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার উম্মে সালমা, প্রতিষ্ঠানের সভাপতি নাসির চৌধুরী, সহকারী শিক্ষক শামীম হোসেন ও নিয়োগ প্রার্থী লাভলী আক্তার এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমা খাতুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মনছুর আলী বলেন, ২০-০১-২০২৬০ইং তারিখে উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার উম্মে সালমা আমাকে তার কার্যালয়ে আসতে বলেন। আমি আনুমানিক বিকাল ৩টায় ৪৫ মিনিট সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এসে দেখি মাদ্রাসার সভাপতি নাসির চৌধুরী, সহকারী শিক্ষক শামীম হোসেন সহ অন্যান্য শিক্ষক মোঃ খালেক, মোঃ নুর ইসলাম, মোঃ নুরুজ্জামান বসে আছে। এ সময় মাধ্যমিক সুপার ভাইজার ও সভাপতি আমাকে বসতে বলে। চেয়ারে বসার সভাপতি সাহেব অন্যান্য শিক্ষকদের ফাইলে আমার স্বাক্ষর নেন এবং আমার ফাইলেও তিনি স্বাক্ষর করেন। কিছু সময় অতিবাহত হওয়ার পর প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শামীম হোসেন ও তার বোন লাভলী আক্তার নিয়োগ সংক্রান্ত কাগজ পত্র বের করে আমাকে বলে স্যার বিসমিল্লাহ বলে স্বাক্ষর দেন। আমি কাগজ পত্রে দেখি সভাপতি সাহেব ২০২৪ সালে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মোছাঃ মাহাফুজা বেগমের পরিবর্তে লাভলী আক্তারকে নিয়োগ প্রদান করেছেন। যা ব্যাগ ডেটে। তখন আমি বলি নিয়োগ সংক্রান্ত বিষয়টি যেহেতু আমি জানিনা। সেহেতু আমি এই কাগজে সই করব না। এসময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার উম্মে সালমা বলেন, আপনি স্বাক্ষর দিতে বাধ্য মনছুর সাহেব। আপনি স্বাক্ষর না দিলে আপনার বাপ এসে স্বাক্ষর দিবে। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ১৯৯৪ সালে মাদ্রাসাটি স্থাপিত হয়। সে সময় এই প্রতিষ্ঠানে সভাপতি ছিলেন মোঃ নুরুন নবী চৌধুরী জামান। নাসির চৌধুরী অবৈধ ভাবে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানে পুরনো শিক্ষক থাকা সত্ত্বেও তাদের অগ্রাধীকার না দিয়ে সরকারী বিধি অমান্য করে তাদের ইসতেফা পত্র ছাড়াই নতুন শিক্ষক নিয়োগ দেন। সভাপতি সাহেব আমাকে ভয়ভীতি দেখিয়ে গত ২০-০১-২০২৬ ইং তারিখে নিয়োগ সংক্রান্ত কিছু কাগজ পত্রে আমার সই নেন। তখন আমি বলি রেজুলেশন ভুল আছে। ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী বর্তমান কমিটির সভাপতি ইউএনও স্যার। সেই হিসাবে আপনি নিয়োগ দিতে পারেন না। এই কথা বলে আমি বাসায় চলে আসি। আমি মিডিয়ার মাধ্যমে অন্যায় কারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহন ও লাভলী আক্তারের অবৈধ নিয়োগ বাতিল করার আকুল আবেদন জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে জমি দখলে বাধা দেওয়ায় বাড়ি ঘর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ -আহত ৭

বালিয়াডাঙ্গীতে পূর্ব আক্রোশের জেরে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১ আহত – ৯ জন

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দরটি চালু করা অত্যন্ত জরুরি !

পীরগঞ্জে পরীক্ষার্থী ও পরিদর্শকের মোবাইল ভাংলেন শিক্ষা কর্মকর্তা

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

পুকুরে মিলল হলুদ কচ্ছপ

পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারি পরিচয়দানকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম

হাবিপ্রবিতে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন ১১ সাবেক শিক্ষার্থী

অটো ভ্যান বিক্রি করে ছেলের কোচিং করানো বাবাকে নতুন ভ্যান কিনে দিলেন পঞ্চগড় ডিসি