মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেতাবগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং পৌর শহরের মিল রোড, কলেজপাড়া, রেল কলনীপাড়া, মহিলা কলেজ এলাকাসহ বিভিন্ন এলাকার সাধরণ ভোটারদের সাথে ব্যাপক গণ সংযোগ করেছে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাহাজ মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মানব সেবক বলে খ্যাত বিশিষ্ট সমাজ সেবক ড. আনোয়ার চৌধুরী জীবন। প্রচারনা করার সময় কোন বাধার সম্মুখিন হচ্ছেন কি না সাংবাদিদের এমন প্রশ্নের জবাবে ড. জীবন চৌধুরী বলেন, এই নির্বাচনী আসনে আমরা যে ৮জন প্রার্থী নির্বাচন করছি তারা সবাই সহনশীল। সবাই একে অপরকে সহযোগিতা করছে। কেউ কারও বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেনা। এছাড়াও বিরল বোচাগঞ্জের প্রশাসন অত্যন্ত সহনশীল। গণ সংযোগ কালে সাধারণ ভোদের কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে জীবন চৌধুরী বলেন, রিজিকের মালিক আল্লাহ। সত্যি কথা বলতে আমি যেখানেই যাচ্ছি ৮০ থেকে ৮৫ভাগ মানুষ বলছে ড. জীবন চৌধুরী সাহেব আপনি একজন মানব সেবক মানুষ। আপনি হাসপাতাল দিয়েছেন, এ্যাম্বুলেন্স দিয়েছেন, মেডিসিন, ভিটামিন সব কিছু দিচ্ছেন। আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। গত ২৫ বছর থেকে আপনি মানুষের সেবা করে যাচ্ছেন। গত তিনবার আপনি নির্বাচনে দাড়িয়েছিলেন, আমরা আপনাকে ভোট দিতে পারিনি। ইনশাল্লাহ এবার আমরা আপনাকে ভোট দিব। সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের স্পষ্ট করে বলছি, সব কিছু মাপার যন্ত্র আছে। জ্বর মাপারও যন্ত্র আছে, কিন্তু মানুষের অন্তর মাপার যন্ত্র নাই। সবাইতো বলছে আমাকে ভোট দিবে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মান দিতে পারে। আবার ইচ্ছা করলে তার কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারে। আপনারা তো সবাইকে দেখেছেন একবার ড. জীবন চৌধুরীকে দেখেন। আমি পাঁচ বছরে আপনাদের জীবন পরিবর্তন করে দিব।


















