বোদা,পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড়ের বোদায় পথর বোঝাই ট্রাক অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে খোইটালী বর্মন (৫০) ও এক অজ্ঞাতনামা নারী সহ ২ জন ঘটনা স্থলে নিহত হয়েছে। আড়াই বছরের নাসির ও দুই বছর বয়সের শিশু হিমেল সহ ৬জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জন কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ১ জন কে রংপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকালে জেলার বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ পাকা সড়কে চন্দনবাড়ী বাজার নামক এলাকায়। নিহত খোইটালী বর্মন এর বাড়ী পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামে। সে ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত খোইটালী বর্মন দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকায় জামাই এর বাড়ীতে মেহমান খেয়ে অটো সিএনজি যোগে বাড়ী ফিরছিলেন। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে যাত্রীসহ অটো সিএনজিটি বোদার দিকে আসছিল, অপরদিকে বোদা থেকে পাথর বোঝাই একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ওই স্থানে অটো সিএনজিটি একটি মিথিলা ভ্যান অভারটেক করে সামনে এগুলে বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এত অটো সিএনজিটি দুমরেমুছরে যায়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ২ নারীর ঘটনা স্থলে মৃত্যু হয় এবং ২ শিশু সহ ৬ জন গুরুত্ব আহত হয়েছে। আহতদের প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এলাকাবাসিরা ট্রাকটিকে আটক করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম মালিক সড়ক দুর্ঘটনার ২জনের নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
















