বোদা,পঞ্চগড় প্রতিনিধি॥শিক্ষার মান উন্নয়ন ও বর্তমান সমস্যাগুলো চিহ্নিতকরণের লক্ষ্যে। গণসাক্ষরতা অভিযান এর সহযোগীতায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও ইয়ুথ এগেইন্সট হাঙ্গার বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে যুব শক্তির অংশগ্রহণ, শিক্ষা উন্নয়ন শীর্ষক এক মুক্ত আলোচনা সভা বুধবার বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আঞ্জুমান আক্তারের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিকশিত বাংলাদেশের বোদা উপজেলার কমিটির সেক্রেটারী অনিল চন্দ্র শর্মা, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ম্যানেজার মালেকা বেগম ও শিক্ষার্থী সাকিল হাসান। মুক্ত আলোচনা সভায় উপজেলার দুইটি কলেজসহ মাধ্যমিক পর্যায়ের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

















