বোদা,পঞ্চগড় প্রতিনিধি ॥পঞ্চগড়ের বোদায়, বোদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক ৭ জন পৌর কাউন্সিলর সহ বিভিন্ন রাজনৈতিক দলের একশত জন নেতাকর্মী সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে বিএনপি’র বোদা উপজেলার দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক,পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন । এ সময় আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ তাদের ফুল দিয়ে দলে বরণ করে নেন এবং বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। যোগদান কৃতরা হলেন সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম,আব্দুর রহিম, আমজাদ হোসেন বাবলা, জালাল উদ্দিনসহ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী ও সমর্থক।


















