Monday , 26 January 2026 | [bangla_date]

ভর্তি পরীক্ষায় ইমার্জেন্সি বাইক সার্ভিস দেবে হাবিপ্রবি ছাত্রদল

হাবিপ্রবি প্রতিনিধি ॥দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য জরুরি বাইক সার্ভিস চালুসহ বিভিন্ন সেবামূলক পরিকল্পনার ঘোষণা দিয়েছে হাবিপ্রবি ছাত্রদল।
শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার দিন যেকোনো জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা করতে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা বাইক সার্ভিস চালু করবে। এই উদ্যোগের মাধ্যমে যানজট, দিকভ্রান্তি বা শারীরিক অসুস্থতার মতো সমস্যায় পড়া পরীক্ষার্থীরা তাৎক্ষণিক এই সহায়তা পাবে। দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে ইমার্জেন্সি বাইক সার্ভিস দিবে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা।
হাবিপ্রবি ছাত্রদল আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা সাকিব, রুকু, সুজনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, বাইক সার্ভিস ছাড়াও তারা পরীক্ষার্থীদের জন্য ১১ দফা সেবামূলক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে গেটভিত্তিক আগমন ব্যবস্থাপনা, ব্যাগ ও মোবাইল সংগ্রহ বুথ, প্রথম আগতদের জন্য বসার ব্যবস্থা, পানি ও বাথরুমের পর্যাপ্ত সুবিধা, জরুরি ঔষধ সরবরাহ, বাইবেল মার্শাল ও ট্রাফিক নিয়ন্ত্রণ, ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় শব্দ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক মোতায়েন, যানবাহনের জন্য নির্দেশিকা, পরীক্ষার্থীদের অবস্থান নিশ্চিতকরণ, ক্যাম্পাস পরিষ্কার ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত সহযোগিতা এবং পেন্ডেল, টেন্ট ও মাঠ প্রস্তুতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা বলেন, আমরা রাজনৈতিক পরিচয় নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছি। পরীক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সহায়তাপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
উল্লেখ্য,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার। ফলে প্রতিটি আসনের বিপরীতে এবার ভর্তি যুদ্ধে লড়বেন প্রায় ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ গুরুতর আহত ২

হরিপুরে ইউপি নির্বাচন:২৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রানীশংকৈলে সাংবাদিক খুরশিদ শাওনের পিতার ইন্তেকাল

পীরগঞ্জ বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কাউন্সিলর যখন কুখ‍্যাত মটরসাইকেল চোর, গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রুহিয়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ আটক এক

বাঁচে থাকিতে মুই কি আর বয়স্ক ভাতা পাম বাহে!

বীরগঞ্জ পল্লীতে কু -প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিধবা মহিলা কে নির্যাতন, থানায় মামলা, আটক -১

দিনাজপুরে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা দৈনিক ভোরের দর্পন এগিয়ে যাচ্ছে জনগনের কল্যানে