বোদা,পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড় ২ আসনে,বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা ভোট কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের দাবিতে গত বুধবার বোদা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেনাগ্রামে বোদা উপজেলা বিএনপি’র উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৭১ সাল থেকে পরবর্তী দীর্ঘদিন এই মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছিল। এই ভোটকেন্দ্র টি জনবহুল এলাকায় এবং পাকা সড়কের পাশে হয় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজতর। চার নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে এই ভোট কেন্দ্র টি স্থাপিত হয়েছিল। তাই ভোটাররা সহজে এই ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকে দূরবর্তী,যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকায়, জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রটি স্থানান্তর করে। এতে ভোটারদের ভোট প্রদানে দুর্ভোগে পড়তে হয়। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ওই মাদ্রাসাটিতে আবারো ভোট কেন্দ্র চালুর দাবি জানিয়ে ওই এলাকার ভোটাররা নির্বাচন কমিশন বরাবরে আবেদন করি। তাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সরে জমিন তদন্ত করে মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানার ভোট কেন্দ্র হিসেবে নির্বাচিত করেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখা আপত্তি তুলে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তর করার দাবিতে বুধবার সংবাদ সম্মেলন করেন এবং নির্বাচন কমিশন বরাবরে আবেদনপত্র দাখিল করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির উদ্যোগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের বিএনপি’র প্রার্থীর নির্বাচনী এজেন্ট আবুল হোসেন তোবারক হ্যাপি। এ সময়ে বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া উপস্থিত ছিলেন।
















