Friday , 9 January 2026 | [bangla_date]

মধ্যপাড়া ও বড়পুকুরিয়া খনি পরিদর্শন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দেশের একমাত্র উৎপাদন শীল দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইন (পাথর খনি) ও বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে উপদেষ্টা মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি খনির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ব্যবস্থাপনা ও উৎপাদন পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
এসময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)-এর কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন উপদেষ্টা। সভায় খনির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ ভ‚তাত্তি¡ক জরিপ অধিদপ্তরের উপ-মহাপরিচালক (ভ‚তত্ত¡) মো. আলী আকবর, এমজিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. ডি. এম. জোবায়েদ হোসেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খনির উন্নয়ন, উৎপাদন ও পরিবহন ব্যবস্থাপনা জোরদার করতে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহŸান জানান এবং দেশের খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মত বিনিময় সভায় উপস্থিত একটি সূত্র নাম না প্রকাশের শর্তে জানায়, মধ্যপাড়া খনিতে মজুদ হওয়া পাথরের ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন এবং জমাকৃত বোল্ডার পাথর ব্যবহারে পানি সম্পদ উপদেষ্টার সাথে ফোনে কথা বলেন। পরে তিনি পার্বতিপুর উপজেলার ভবানীপুর থেকে-পাথর খনি পর্যন্ত রেল লাইন দ্রæত সংস্কারের নির্দেশনা প্রদান করেন। মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে উপদেষ্টা বড়পুকুরয়া কয়লা খনি পরিদর্শনে যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানার চিত্র পাল্টে দিলেন- ওসি রানা

ঠাকুরগাঁওবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহা.সাদেক কুরাইশী

হরতালে হাবিপ্রবিতে হয়েছে ক্লাস-পরীক্ষা দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত \ জেলা বিএনপি সভাপতিসহ ৪০জন আটক

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন ২২ নভেম্বর

দিনাজপুরে ১৩টি ফায়ার সার্ভিস স্টেশন কিন্তু কোন ডুবুরি নেই

নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নেকমরদ বাজারে আগুনে ২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

প্রাণদাসের মৃত্যু আত্মহত্যা নয়, পিবিআইয়ের তদন্তে সুপরিকল্পিত হত্যা উদঘাটন

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন মৃত্যু ফাঁদ, আতংকিত রোগী ও স্বজনরা