চিরিরবন্দর ও বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, কাব স্কাউটসরা দেশের ভবিষ্যৎ। শৈশব থেকেই কাব স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে শৃংখলা, নৈতিকতা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে তুলতে হবে।
গত ১৩ জানুয়ারী সন্ধায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার আয়োজনে জেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসার ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ জীবনব্যবস্থা, যা একজন শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও স্কাউটিংয়ের মতো ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটসের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক সত্য রঞ্জন বর্মন, সহকারী পরিচালক মোঃ সৈকত হোসেন, দিনাজপুর অঞ্চল স্কাউটস এর আঞ্চলিক কমিশনার মোঃ আকতারুজ্জামান সাবু, দিনাজপুর জেলা স্কাউটস এর কমিশনার মোঃ ফজলুল হক, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ নুরনবী, কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ মোঃ মহিদুুল ইসলাম প্রমূখ ও স্বাগত দিনাজপুর স্কাউটস এর সম্পাদক মোঃ আকরাম হোসেন বক্তব্য রাখেন। মহাতাঁবু জলসায় প্রশিক্ষক, গ্রুপ সভাপতি, ইউনিট লিডার, রোভার স্কাউট সদস্য, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কাব সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
“কাবিং করবো, ভালো মানুষ হবো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহা তাবু জলসা ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী সপ্তম দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরী-২০২৬।
গত মঙ্গলবার রাতে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় মহা তাবু জলসা। পরে বুধবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাব শিশু, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের মাঝে সার্টিফিকেট সম্মাননা ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।চার দিনব্যাপী এই ক্যাম্পুরীতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৭৪টি কাব স্কাউট ইউনিট অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিট থেকে ৬ জন কাব সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৫১৮জন কাব স্কাউট অংশ নেয়। এছাড়াও প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক ও ৮০জন কর্মকর্তা মিলিয়ে মোট ৬৫০ থেকে ৭০০জন কাব, স্কাউট ও রোভার সদস্যের অংশগ্রহণে ক্যাম্পুরীটি এক প্রাণবন্ত ও আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।ক্যাম্পুরীর কর্মসূচিতে কাব স্কাউটদের জন্য শিবির জীবন, দলগত খেলা, কাব স্কিল প্রদর্শনী, ক্যাম্প ফায়ার এবং নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল।ক্যাম্পজুড়ে রোভার স্কাউটরা স্বেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।রঙিন তাবু, ব্যাজ ও পতাকায় সজ্জিত ক্যাম্প এলাকা শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম এবং শিশুদের হাসি–আনন্দে মুখর হয়ে ওঠে। সমাপনী শেষে কাব সোনামণিরা আনন্দঘন স্মৃতি নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়। সমাপনী অনুষ্ঠান শেষে বুধবার দুপুরের পর ক্যাম্পুরীর সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

















