কাহারোল(দিনাজপুর)প্রতিনিধিঃরংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কাহারোল ও বীরগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র, সার্কেল অফিস ও থানা পরিদর্শন করেছেন। গতকাল শনিবার(১৭ জানুয়ারি ২৬) দুপুর সাড়ে ১২ টার দিকে কাহারোল ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র, সার্কেল অফিস, কাহারোল ও বীরগঞ্জ থানা পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ )ড.আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া। অতিরিক্ত ডিআইজি অত্র কাহারোল উপজেলা সদরে অবস্থিত কাহারোল বাজার ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্র, কাহারোল সার্কেল অফিস, কাহারোল থানা, বীরগঞ্জ সার্কেল অফিস ও বীরগঞ্জ থানাসহ দুই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শনরেন। এসময় উপস্তিত ছিলেন, এ.এস.পি কাহারোল (সার্কেল) মো: মনিরুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া, এ. এস. পিবীরগঞ্জ (সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম, কাহারোল থানা পুলিশ পরিদর্শক শ্যামল চন্দ্র বর্ম্মন সহ অন্যান্যরা।


















