পঞ্চগড় প্রতিনিধি
সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আলম রনিককে সভাপতি ও ইউসুফ আলীকে সাধারণ সম্পদক করে ৩২ সদস্য বিশিষ্ট আর্ন্তাজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মনির হোসেন এবং চেয়ারম্যান শামছুল আলমের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়।
পঞ্চগড় নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি আবু তাহের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, আঙ্গুর রহমান ও শাহজাহান আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক জাহাঙ্গির ও ওয়াইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন আল মামুন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রনি হাসান।
এছাড়া মোহাম্মদ তৌহিদুল ইসলাকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন কেন্দ্রীয় পরিচালক শরিফুল ইসলাম, মাহামুদা আক্তার রবি (পরিচালক ও সভাপতি বগুড়া জেলা কমিটি), এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আবু হিরন, রাওজুল করিম এবং মো. ইউসুফ আলী।
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক জানান, আমরা পঞ্চগড়ের মানুষের আইনি সহায়তা করতে প্রস্তুত। আমি আগামি এক বছর মানবতার কল্যানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অসহায় দরিদ্র এবং নিপিড়িত মানুষকে আইন সহায়তায় সর্বোচ্চ মনযোগ দিয়ে কাজ করতে চাই।

















