রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: রাণীশংকৈল উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। ১৩জানুয়ারী মঙ্গলবার রাতের আধাঁরে রাণীশংকৈল পৌর শহরের ৬নং ওয়ার্ড বাসিন্দা ভ্যান চালক আব্দুর রশিদ ও তার স্ত্রী সরবানু বলেন-আল্লাহ তোমাগেরে ভালো করবো, আমগরে দেখছো তোগরে আল্লাহ দেগবো। রাণীভবানীপুর গ্রামের অন্ধওপঙ্গু আয়রু তার স্ত্রী সমুবালা উন্নত মানের লেপ পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে বলেন- ভগবান তোমার ভালো করবে। “এসএসসি ’৯৭ বন্ধুদের মহতি আয়োজনে যোগ দিলেন ’৯৭’ ব্যাচ বন্ধু রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী নিজ উদ্যোগে ৫জন দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। সাথেই ছিলেন- ফিরোজ আহম্মেদ রুপা, মোমিনুল ইসলাম প্রমূখ।
এতীব্র শীতের দাপটে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন রংপুর ডিভিশণ “এসএসসি ’৯৭, এইচএসসি ’৯৯” ব্যাচের বন্ধুরা। সংগঠনটির উদ্যোগে তৃতীয় পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রংপুর ডিভিশণ “এসএসসি ’৯৭ বন্ধুরা। বন্ধুদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পরিচালিত এ মানবিক কার্যক্রমের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করা হয়। আয়োজকরা এবার শীতে রংপুর বিভাগের প্রতি উপজেলায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। বিতরণ কার্যক্রম বন্ধুদের মাধ্যমে পরিচালিত হয় অত্যন্ত স্বচ্ছতা ও ইনসাফ ভিত্তিক। বিশেষ করে সমাজে পিছিয়ে পরা অসহায় বন্ধু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সত্যিই এ ধরনের উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মনে করছেন সংিিশ্লষ্টরা। তারা এমন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। যেসব চলমান মানবিক কার্যক্রম অব্যাহত আছে উন্নতমানের শীতবস্ত্র (লেপ) বিতরণ,”প্রজন্ম ৯৭ “মেধাবী সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান,উচ্চ শিক্ষার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা, গরিব বন্ধুদের নগত চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান, ঈদ উপহার সামগ্রী প্রদান,কন্যা দায়গ্রস্থ বন্ধুদের নগত অর্থ সহায়তা সহ অত্যাবশকীয় ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি।


















