রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মৃত্যুর সহযাত্রী যে বাঁশ সে বাাঁশ রাতের আঁধারে কেটে ফেলেছে দূবৃত্তরা, ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামে ১২ জানুয়ারী রাতে। আর বাঁশ কাটার প্রতিবাদে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, সন্ধ্যারই সরকার পাড়া গ্রামে সন্ধ্যারই মৌজার ১৬৯৬ দাগে তার পৈত্রিক জমিটি ৭০ বছর ধরে ভোগ দখল করে আসছেন তিনি। আর সে পৈতিক জমিতে বাঁশঝাড় রোপণ করেছিলেন। ওই বাঁশঝাড় দুর্বৃত্তরা গত ১২ জানুয়ারী রাতে একই এলাকার সুমন,লিটন, মিলন ও আবুল কাশিম রাতের আঁধারে কেটে ফেলে।
তিনি বলেন, নিজের পৈত্রিক ভূমিতে বাঁশঝাড় লাগালেও প্রতিহিংসা বসত রাতের আঁধারে দূবৃত্তরা বাঁশঝাড় কেটে দিয়ে ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তিনি আরো বলেন, আজ বাঁশঝাড় কাটছে অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে এমন ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। রাতের আঁধারে দুর্বৃত্তরা তার বাগানের একাধিক বাঁশঝাড় কেটে ফেলায় দুর্বৃত্তদের শাস্তি ও বিচারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে অভিযুক্ত সুমনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি নিয়ে বিরোধ রয়েছে। বাঁশকাটার বিষয়টি আমি জানিনা তবে, থানা পুলিশ বিষয়টি নিয়ে আমাকে কেন জিজ্ঞাসা করছে তা আমার বোধগম্য নয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, বাঁশঝাড় কর্তনের একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে।

















