রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : নির্বাচনে প্রার্থী হওয়ার ১ বছর পর্বে শুভেচ্ছা পোষ্টার সাঁটানোর দায়ে ২৪ জানুয়ারি শনিবার বিকেলে ঠাকুরগাঁও-২ আসনের নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আলী ভ্রম্যমান আদালতে গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করে।
এ বিষয়ে ট্রাক প্রতিকের প্রার্থী ফারুক হাসান বলেন, জেলা প্রশাসনের নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে টহলরত অবস্থায় ২/১ টি রঙিন পোস্টার চোখে পড়ায় জরিমানা করেছে।
তবে যে পোস্টার দেখিয়ে জরিমানা করা হয়েছে এগুলো ১ বছর আগের লাগানো শুভেচ্ছা পোস্টার, কোন ভোট চাওয়ার পোস্টার নয়। অথচ ঠাকুরগাঁও-২ আসনে বিভিন্ন এলাকায় বিএনপি, জামায়াতে ইসলামীর প্রার্থীদেরও রঙিন পোস্টার আছে, তাদেরকে কোন জরিমানা করা হয়নি।
প্রশাসন আমার সাথে পক্ষপাত মূলক আচরণ করেছে।

















