সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শেষ দিনে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চারটি শিফটে ‘সি’ (বিজনেস স্টাডিজ) ও ‘ডি’ (সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এ সময় আরও সাথে ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো.শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।
পরিদর্শন শেষে তিনি পরীক্ষা কেন্দ্রের বাহিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং হাবিপ্রবি পরিবারের সকলের আন্তরিকতার প্রশংসা করেন।
উল্লেখ্য, ‘সি’ ও ‘ডি’ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬ হাজার ২৮৮জন।এবারের ভর্তি পরীক্ষায় ১৭৯৫টি আসনের বিপরীতে ৯৪হাজার ২৭৫জন শিক্ষার্থী আবেদন করেন।

















