মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের জাহাজ মার্কা প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী ড. আনোয়ারুল চৌধুরী জীবন ২৪ জানুয়ারী শনিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।
সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শামসুল আলম এর সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জীবন চৌধুরী বলেন, আমি মানব সেবক মানুষ। আমার কোন অহংকার নাই। আমার বাড়ী বিরল উপজেলায়। আমি এতি পূর্বে তিনবার নির্বাচন করেছি। আপনারা আমাকে ভোট দেননি। এবার আমার ৪র্থবার। আপনারা জানেন আমার কাছে হিন্দু বৈদ্ধ খ্যীষ্টান মুসলমান কোন ভাগ নাই। আমার কাছে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন ভাগ নাই। আমি মানুষ। আমি সবাইকে মানুষ মনে করি। আমার থিউরীটা হলো ভালবাসাই ধর্ম, সেবা উত্তম কর্ম। আমি মানব সেবার মধ্যেই থাকি। সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন, বিরল বোচাগঞ্জ মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। পিতা মাতার অত্ম চিৎকার শুনেও আমরা কিছু করতে পারছি না। সেতাবগঞ্জ চিনিকল বন্ধ হয়ে আছে, বিরল স্থল বন্দর চালু হচ্ছে না। ইটের ভাটা এবং অটো-রাইস মিলের ছাই দিয়ে পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। সেতাবগঞ্জ রেলষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস থামে না। আমি নির্বাচিত হলে এসব সকল সমস্যা সমাধানের পাশাপাশি বিরল বোচাগঞ্জ মিলে একটি বড় টেকনিক্যাল কলেজ নির্মান করব। সেখানে ধনি গরীব সবার সন্তানকে আমার অর্থে লেখা পড়া করিয়ে দেশ বিদেশে চাকুরীর ব্যবস্থা করব। এবার যারা বিরল এবং বোচাগঞ্জ থেকে নির্বাচনে দাড়িয়েছে আপনারা সবাই তাদেরকে হয় ভাইস চেয়ারম্যান না হয় চেয়ারম্যান ভোট দিয়েছেন। কিন্তু আমি তিনবার দাড়িয়েছিলাম আমাকে আপনারা ভোট দেননি। ওদেরকে তো আপনারা দেখেছেন তারা কি করতে পারে। আমাকে তো দেখেননি আমি কি করতে পারি। তারা নির্বানের পর পাঁচ বছর সাধারণ মানুষের খবর রাখেনি। অথচ আমি জনপ্রতিনিধি না হয়েও গত ২৫ বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছি। মেডিক্যাল টিম, হাসপাতাল, ভিটামিন, মেডিসিন দিচ্ছি সবগুলো আপনাদের চোখের সামনে। আমার নেষা হচ্ছে মানব সেবা করা। আপনারা সাংবাদিক ভাইয়েরা যদি আমার পাশে না আসেন, আমার এই কথাগুলো যদি প্রচার না করেন তাহলে আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আমি নির্বাচিত হলে কি কি কাজ করব এগুলো আমার লিফলেটে লেখা আছে। মানুষ যদি আমার লিফলেটগুলো পড়ে। আপনাদের লেখনি এবং ভিডিওগুলো দেখে তাহলে আমরা অনেক দুর এগিয়ে যাব। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিক, ড,জীবন চৌধুরী সেবা ক্যাম্পের নেতৃবৃন্দ এবং জাহাজ মার্কা প্রতীকের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


















