Monday , 5 January 2026 | [bangla_date]

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন

আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে পৌষের শীতের ঘন কুয়াশার মধ্যে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। গৌরব ও সাফল্যের ধারায় সমৃদ্ধ দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এ সময় আনন্দ ভাগাভাগি করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (৪ জানুয়ারী-২০২৬) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্লাটিনাম জুবিলী’র ৩ দিনের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পূর্বে সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী-শিক্ষক ও অতিথীদের নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী লেখার সম্বলিত বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম ও বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি।
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুল হাসান।
দিনাজপুর ধর্ম প্রদেশ এর বিশপ সেবাস্টিয়ান টুডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফাদার প্যাট্রিক গাফনি সিএসসি, সদর উপজেলার নির্বাহী অফিসার তমালিকা পাল, সেন্ট যোসেফস্ ব্রাদার সমাজ-এর ব্রাদার রিপন জেমস্ গোমেজ, সিএসসি, বাংলাদেশ পবিত্র ক্রুশ যীশু হৃদয় সংঘ এর ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি, ফাদার প্যাট্রিক্স গমেজ, সাবেক উপজেলা শিক্ষা অফিসার মোককিনা বেগম প্রমুখ।
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে শেষ হয় প্লাটিনাম জুবিলী উদযাপন উৎসব। সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জায় ও বাহারী রঙিন সাজে সেজেছে বিদ্যালয় ক্যাম্পাস। বাহারি রঙের ছড়াছড়ি যেনো পুরো বিদ্যালয়জুড়ে। বিদ্যালয় চত্বরে শোভা পাচ্ছে রং-বে রঙের আলপনা। প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে এভাবেই সেজেছে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের প্রধান ফটকসহ বিদ্যালয় চত্বর।
উল্লেখ্য, গত শুক্রবার ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন ও প্লাটিনাম জুবিলী উপলক্ষ্যে বিদ্যালয়ের ইতিহাস, সাফল্য এবং অবদান নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এরপর গত শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত