হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদে নবনির্মিত কনফারেন্স কক্ষের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ড.কুদরাত এ খুদা একাডেমিক ভবনের ছয় তলায় অবস্থিত সিএসই অনুষদে উক্ত কনফারেন্স কক্ষের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড.মো. আবু হাসান, সিএসই অনুষদের সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. মো.দেলোয়ার হোসেন,নবনিযুক্ত ডিন প্রফেসর ড.মো. জামিল সুলতান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রোভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার নিজস্ব অর্থায়নে উক্ত কনফারেন্স কক্ষটি তৈরি করায় সিএসই অনুষদ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন অন্যান্য অনুষদকেও এ ধরণের উদ্যোগ গ্রহণ করা উচিৎ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, প্রত্যেক অনুষদের নিজস্ব উদ্যোগে কিছু কাজ করা উচিৎ, এক্ষেত্রে একান্তই সম্ভব না হলে তখন প্রশাসন সহযোগিতা করবে। তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে হাবিপ্রবিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ও ডিপিপি পাশ করার মতো কঠিন দুটি কাজ সম্পন্ন করেছি। প্রায় ৬০০ কোটি টাকা বাজেট পেয়েছি আমরা, আশা করি সঠিকভাবে কাজ করতে পারলে এর মাধ্যমে মোটামুটি হাবিপ্রবির সকল সংকট দূর করা সম্ভব হবে। এ সময় তিনি বিভিন্ন অনুষদ কর্তৃক ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।


















