দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে আমরা খুবই আশাবাদী যে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা ধানের শীষের পক্ষে তাদের রায় প্রদান করে বিএনপিকে দেশ সেবার সুযোগ দেবে
সোমবার দুপুরে হিলির ফকিরপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এছাড়া ধানের শীষে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দিলে এলাকার যেসব উন্নয়ন দরকার তা করার আশ্বাস দেন।
গণসংযোগকালে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















