পৌষের শীতের সকালে ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঠেছে একটু দেরিতে। এরই মধ্যে সকালের কুয়াশা মেখে বিদ্যালয় চত্বরে জড়ো হচ্ছিলেন সাবেক শিক্ষার্থীরা। দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে স্মৃতিবিজড়িত বিদ্যালয় চত্বরে ফিরে এসে আনন্দ, ভালোবাসায় আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরেন তারা। এ যেন এক মিলন মেলা। মোবাইলে সেলফি ও স্মৃতিচারণার পর শুরু হয় আলোচনা সভা। শনিবার (৩ জানুয়ারী-২০২৬) সকালে সোয়া ৯ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২ দিনের আয়োজনের সূচনা করা হয়।
দলীয় সংগীত ও নৃত্যের তালে বরণ করে নেয়ার পর অতিথিবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয় শুভ উদ্বোধন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডাল।
দিনাজপুর ধর্ম প্রদেশ এর বিশপ সেবাস্টিয়ান টুডু-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী ধর্মপ্রদেশ এর বিশপ জের্ভাস রোজারিও, বরিশাল ধর্মপ্রদেশ এর বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, সেন্ট যোসেফস্ ব্রাদার সমাজ এর ব্রাদার রিপন জেমস গমেজ সিএসসি, শান্তি রাণী সিস্টার সংঘ এর সুপিরিয়র জেনারেল সিস্টার বীনা রোজারিও সিআইসি, ১৯৬৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী ড. এস.এ মান্নান, ১৯৭৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি।
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি।
উদ্বোধনী আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় উৎসবের প্রথম দিনের প্রথম পর্ব। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালনায় শুরু হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান পর্ব। নামাজ/প্রার্থনা ও মধ্যাহ্ন ভোজের পর স্মৃতিচারণ/খেলাধুলা/কনসার্ট/সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জায় ও বাহারী রঙিন সাজে সেজেছে বিদ্যালয় ক্যাম্পাস। বাহারি রঙের ছড়াছড়ি যেনো পুরো বিদ্যালয়জুড়ে। বিদ্যালয় চত্বরে শোভা পাচ্ছে রংবেরঙের আলপনা। প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে এভাবেই সেজেছে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের প্রধান ফটকসহ বিদ্যালয় চত্বর।
এর আগে গত শুক্রবার ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন ও প্লাটিনাম জুবিলী উপলক্ষ্যে বিদ্যালয়ের ইতিহাস, সাফল্য এবং অবদান নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। রোববার বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপনের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হবে।


















