শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ভেঙে পড়ল ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর গার্ডার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৪, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা বরিশালের উজিরপুরে কঁচা নদীতে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে পড়েছে। ব্রিজটির মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘের দুটি গার্ডার বিকট শব্দে ভেঙে নদীতে পড়েছে।

এসময় একজন শ্রমিক আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। শনিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সাতলা চৌমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণ কাজ বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে না জানিয়ে গার্ডার স্থাপন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল আটকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফ মো. জামাল উদ্দিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও