রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৫, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শহীদদের আত্মার শান্তি ও দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর জীবন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল,হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর আহমেদ মানিক, জেলা কৃষক লীগের সদস্য আবু বকর সিদ্দিক লিটন,জেলা যুবলীগের সহসম্পাদক শরীফ উদ্দিন সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কায়ুম পুষ্প,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার শিখা,

হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল তার বক্তৃতায় বাংলাদেশের অভ্যুদয় ও সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনিরা এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। ’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ, মূল্যবোধ এবং প্রজ্ঞা যুগ হতে যুগান্তরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তা বঙ্গবন্ধুর শান্তি ও সমৃদ্ধশালী বাংলাদেশের প্রতিচ্ছবি। ’

তিনি বঙ্গবন্ধুর ত্যাগী ও সংগ্রামী জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকল নাগরিক কে দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত