শুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

​দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়কে ক্যানসারের নকল ওষুধ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৩, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ

দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়কে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের নকল ওষুধ তৈরির একটি অসাধু চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা জানান।

তিনি বলেন, ‘একটি অসাধু চক্র দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়কে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের নকল ওষুধ তৈরি করছে। পরে তা আসল ওষুধের মতো প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। এসব ওষুধ সেবনে মানুষের কিডনি, লিভার, হৃদযন্ত্রসহ মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানান তিনি।’

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘১ সেপ্টেম্বর রাজধানীর কাজলা, আরামবাগ ও মিটফোর্ড এলাকায় গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, সাগর আহমেদ মিলন, মো. মনোয়ার, আব্দুল লতিফ ও নাজমুল ঢালীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একমি কোম্পানির ৭৫০ বক্স, জেনিথ কোম্পানির ন্যাপ্রোক্সেন ৭৪৮ বক্সসহ অন্যান্য কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।’

হাফিজ আক্তার বলেন, ‘শুধু ক্যানসারই নয় করোনা ভাইরাসের প্রতিষেধকও তৈরি করছিল চক্রটি। এসব ওষুধে মূলত প্রয়োজনীয় কোনো সক্রিয় উপাদান থাকে না। এছাড়া মেইন স্ট্রাকে নিম্ন গ্রেডের উপাদান ব্যবহার করা হয়। এমনকি স্টেরয়েড ও ডাই ব্যবহৃত হতে পারে। নন ফার্মাসিটিক্যালস গ্রেডের এসব কেমিক্যাল সেবনের ফলে মানুষের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের নানা রোগ হতে পারে।

গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম ও সৈয়দ আল মামুন নকল ওষুধ তৈরির কারখানাটি স্থাপন করেন। সাইদুল ইসলাম নকল ওষুধ তৈরির প্রধান কারিগর। মনোয়ার এল এল ফয়েল ও আব্দুল লতিফ ওষধের পাতায় ছাপ দেওয়ার গুরুত্বপূর্ণ উপাদানসহ সিলিন্ডার সরবরাহ করতো। ঢালী ওষুধের বক্সে ছাপ দেওয়ার কাজ করে। মিলনের নেতৃত্বে একটি গ্রুপের মাধ্যমে বাজারজাত করা হতো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, বিশ্ববাজারে ১৪৫টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। এসব নকল ওষুধ রপ্তানি প্রশ্নবিদ্ধ করছে। ফার্মেসি টার্গেট করে একটি অসাধু সংঘবদ্ধচক্র সারাদেশে নকল এসব ওষুধ ছড়িয়ে দিচ্ছে।

এসব নকল ওষুধের ব্যাপারে কোনো নাগরিকের জানা থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আর্দশ কৃষকদের মাঝে প্রশিক্ষণের শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে সাইকো প্রশিক্ষণের সমাপনী

ঘোড়াঘাটে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

বর্তমান সরকার সংবিধানকে পরিবর্তন করেছে — -মির্জা ফখরুল

পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বাশেঁর তৈরি ঝুড়ির মধ্যে লিচুর পাতা দিয়ে লুকানো অবস্থায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্নভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে হাতকড়া সহ পালিয়েছিল আসামি, ধরিয়ে দিল এলাকাবাসী