পীরগঞ্জ প্রতিনিধি
মাদক সেবন করে নিজ মাতাকে মারধর করার অপরাধে ঠাকুরগাঁও পীরগঞ্জে স্বপন দাস (২৫) নামে এক মাদক সেবী সন্তানকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ কারাদন্ডাদেশ দেন। স্বপন দাস উপজেলার পাড়িয়া গ্রামের মৃত সরেন দাসের ছেলে। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল আনাম জানান, মাদক সেবন করে মা’কে মারপিট করায় স্বপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন তার মা। মায়ের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।