Sunday , 12 September 2021 | [bangla_date]

পঞ্চগড়ে ১৯ দফা নির্দেশিকা মেনে খুলল শিক্ষা প্রতিষ্ঠান চলছে পর্যায়ক্রমে পাঠদান

বিশেষ প্রতিনিধি

সারা দেশে কোভিড-১৯ এর সংক্রমন কমে আসায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। সারা দেশের ন্যায় পঞ্চগড়েও সরকারী নির্দেশনা মোতাবেক ১৯ দফা নির্দেশিকা মেনে খুলেছে জেলা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। গেল এক সপ্তাহ ধরে শিক্ষা প্রতিষ্ঠান গুলো ঘুয়ে মুছে স্বাভাবিক অবস্থায় আসার পরে এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে চলবে পাঠদান কার্যক্রম। সে অনুয়ায়ী রুটিন তৈরী করে ক্লাসের দিন ও সময় জানিয়ে দেয়া হয়েছে শিক্ষার্থীদের। এদিক রোববার সকাল থেকে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে স্কুল কলেজ গুলোতে আসতে থাকে। প্রতিটি প্রতিষ্ঠানের মুল ফটকে ঢোকা মাত্রই থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। হাতে স্যানিটাইজার ব্যবহার করে দেয়া হচ্ছে মাস্ক পরিয়েও। অনেক স্কুল আবার ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীদের। পরে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ক্লাসে প্রবেশ করছে শিক্ষার্থীরা। বসছে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে। জানা গেছে শিক্ষার্থীদের ক্লাস নিতে এবং তাদের করোনা ঝুঁকি থেকে নিরাপদ রাখতে নানা ধরনের উদ্যোগ গ্রহন করেছে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান গুলো। এদিকে দীর্ঘ ৫৪৪ দিন পরে শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীরা বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে পেরে তাদের মাঝে যেন ছিলনা আনন্দের কোন কমতি। তবে সব শিক্ষার্থীরা একসাথে না আসায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছিল সুনশান নীরবতা। ছিলনা কোলাহল, শিক্ষার্থীদের হৈ হুল্লর।
জেলা শহরের পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয়, পঞ্চড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় কালেক্টরেট উচ্চ বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিফট আকারে ভাগ করে ক্লাস নিচ্ছে। ৫ম শ্রেণী, জেএসসি-জেডিসি এবং এসএসসি ও এইচএসসি’র ২০২১ ও ২১ শিক্ষা বর্ষের শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছাড়াও অন্য শ্রেনীর শিক্ষঅর্থীদের ক্লান নেয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

আশরাফুল আলম লিটন পঞ্চগড় জেলার শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত

বীরগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা

রংপুরে প্রধানমন্ত্রীর আগমনে ঠাকুরগাঁও পৌরসভার আনন্দ র‌্যালি !

দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আটক – ৬ জন

স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ স্কুল ছাত্রী

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা