রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ক্রিড়া শান্তি ক্রিড়া বল মাদক
ছেড়ে খেলতে চল, এই শ্লোগানকে সামনে নিয়েই শান্তিপুর ক্রীড়া
সংস্থার আয়োজনে ২২সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় শরিফুল ইসলামের
সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন- পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ ও আ’লীগ
সভাপতি সইদুল হক, গেষ্ট অব অনার আহম্মদ হোসেন বিপ্লব, রফিউল
ইসলাম সাবেক ভিপি, বিশেষ অতিথি শেফলী বেগম মহিলা ভাইস,
সহকারি শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, আবু শাহান শাহ ইকবাল
প্রমূখ। খেলায় কাঁঠালডাঙ্গী যুবসংঘ ক্লাব ০৩গোলে জয় লাভ করে ও
কালুগাঁও উত্তর বনগাঁও যুব সংঘ ক্লাবকে ০ গোলে পরাজিত হয়।