ঠাকুরগাঁও : সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণে ঐক্যবদ্ধ ভ’মিকা পালনে আহবান জানিয়ে গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়। গতকাল শনিবার শহরের জজ কোট চত্বরে গণঅনশন-গণ অবস্থান কর্মসূচী পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গণঅনশন-গণ অবস্থান কর্মসূচীতে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, সদর উপজেলা শাখার সভাপতি অশোক কুমার দাস, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায়, পৌর শাখার সভাপতি দীপেন ঝা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারন সম্পাদক ডা: শুকদেব দাস, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি গোবিন্দ ঘোষ, সাধারণ সম্পাদক দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। বক্তারা সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও বর্বোরচিত হামলার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।