Monday , 25 October 2021 | [bangla_date]

হরিপুরে আমগাঁও ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদারের ব্যাপক গণসংযোগ

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদার ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন৷

সরেজমিনে গিয়ে দেখা যায়,আমগাঁও ইউনিয়নের ঠাঁকিঠুকি,খানপুর ও আমগাঁও গ্রামে পায়ে হেঁটে হেঁটে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছে ও ভোট ভিক্ষা চাইছেন।
উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের তরুণ চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদার দলমত নির্বিশেষে আমগাঁও ইউনিয়নের ভোটাররা তাকে ভোট দিবে বলে জানাগেছে। তিনি সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিতেই এবারো প্রার্থী হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

তরুণ চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদার বলেন আমি সুখে দুঃখে জন-সাধারণের পাশে থেকেই সেবা করতে চাই। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, এলাকার উন্নয়ন করতে চাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত