Tuesday , 14 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছেন সরকার দলীয় আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে নির্বাচনীয় এলাকা। চতুর্থ ধাপে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নয়টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। এতে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা গত ৭ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়েই পুরোদমে প্রচারে নেমে পড়েন। প্রার্থীরা নির্বাচিত হলে এলাকার রাস্তা এবং সেতু-কালভার্ট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। বলছেন বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে নেবেন কঠোর পদক্ষেপ। সেই সঙ্গে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ – মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারে উদ্যোগী হবেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার মোহনপুর ইউনিয়ন নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ তাইজুল ইসলাম নেতার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিশাল মোটরসাইকেল শোডাউন শেষে নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা মোহনপুর ইউনিয়নের ভুল্লিহাট বড় করিমপুর দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনীয় জনসভায় ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. তসলিমু উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি করিমুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ.বাতেন,সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুজ্জামান (সাজু) আ.লীগ নেতা ইব্রাহিম খলিল,মো.মিজানুর রহমান, খোশবুল আলম। একই দিনে ৯ নং সাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোঃ জাকির হোসেন রাজার মাথায় হাত দিয়ে আর্শীবাদ দিয়েছেন উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ রায় গোবিন। এসময় তিনি আরও বলেন, সাতোর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান ছিলাম, আমার পরে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল করিম শেখ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী মোঃ জাকির হোসেন রাজা কে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে নৌকা মার্কার বিজয়ের ধারা অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। সোমবার রাতে ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান প্রার্থী পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিকের সুনিশ্চিত বিজয় পাওয়ার লক্ষ্যে ধর্ম,বর্ণ,দল ও বল নির্বিশেষে নৌকা মার্কায় ভোট চেয়ে বোর্ডঅফিস বাজারে নির্বাচনী অফিসে নেতাকর্মী ও ভোটারদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। অন্যদিকে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন তার গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। তিনি সোমবার সন্ধ্যায় চাকাই যদুর মোড় এলাকায় নির্বাচনীয় পথসভায় বক্তব্যে ঘোড়া মার্কার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ৪নং পাল্টাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ তহিদুল ইসলাম মাস্টার মোটরসাইকেল প্রতীক নিয়ে বেশ জোরেশোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি তাঁর কর্মী সমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।তবে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে চলছে ব্যতিক্রম চিত্র। বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোপাল দেব শর্ম্মা তাঁর নির্বাচনীয় এলাকায় কোথাও কোনো ঘোড়া মার্কার পোস্টার টাঙ্গাতে পারেনি। নানা হুমকি ধামকীর মধ্যেও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনীয় মাঠে রয়েছেন এবং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার বরাবরে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ ও ভয়ভীতি ছড়ানোর অভিযোগ দায়ের করেছেন বলে জানান, গোপাল দেব শর্মা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুহিয়ায় রাতের আঁধারে ৪ একর ফলন্ত কুমড়ার গাছ কাটল দুর্বৃত্তরা

চিরিরবন্দর প্রেসক্লাবের দ্বি-তল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

ঠাকুরগাঁওয়ে নতুন ১৮টি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

গায়ে হলুদের সাজ নিয়েই ব্যাট হাতে মাঠে সানজিদা

বীরগঞ্জ শালবনে জীবপ্রাণীদের রক্ষায় ৩৭ প্রজাতির ১৮ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে বিনোদন কেন্দ্রের অভাব পূরনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে স্বপ্নজগত

রাণীশংকৈলে ৭৫ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী আটক !

বীরগঞ্জে ভূমিহীন সমন্বয় কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান