এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সেনা সদস্যের অকাল মৃত্যুতে এলাকায় শোক। জানাযায়,
বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সফিকুল ইসলাম চট্রোগ্রাম সেনানিবাসে গত ৪ দিন আগে প্রশিক্ষণ দুর্ঘটনায় অসুস্থ্য হয়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন) সফিকুল ইসলাম উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের মরহুম ইয়াসিন আলীর ছেলে।
মরহুমের বড়ভাই রবিউল ইসলাম জানান, আজ ২৯ ডিসেম্বর বুধবার অনুমান সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১২টার মধ্যে সেনা হেলিকপ্টারে তার মরদেহ বালিয়াডাঙ্গী সমির উদ্দিন কলেজ মাঠে আনা হবে।
বিকালে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পর্ণ করা হবে।